মনোয়ারা গফফার হাফিজিয়া মাদ্রাসায় হাফেজদের মাঝে কম্বল বিতরণ

মনোয়ারা গফফার হাফিজিয়া মাদ্রাসায় হাফেজদের মাঝে কম্বল বিতরণ
  
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃরক্ত দানে সাতক্ষীরা এর উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর)  সকালে মাছখোলা বাজার মনোয়ারা গফফার হাফিজিয়া মাদ্রাসায়, প্রথম পর্যায়ে হাফেজ দের মাঝে রক্ত দানে সাতক্ষীরা'র উদ্যোগে, কম্বল বিতরণ কালে৷ প্রধান  হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।

এসময় আরো উপস্থিত ছিলেন, রক্তদানে সাতক্ষীরা গ্রুপের এডমিন মনিরুল ইসলাম, আরিফ হোসেন,আসিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন সহ মডারেটর মুজাহিদুল ইসলাম, প্রিয়া সরকার, প্রতিমা  উৎপল, আশা, সেচ্ছাসেবক শারমিন সুলতানা, রাকিব হাসান, অনুপ, ফারুক, সরজিৎ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ