পুলিশ পরিচয়ে ছিনতাই !

স্টাফ রিপোর্টার: পুলিশ পরিচয়ে ছিনতাই এর ঘটনা ঘটেছে । জানা যায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিষহরি খালপাড়া ব্রিজের ওপর এই ঘটনা ঘটে বলে জানা যায়। জানা যায় গতকাল (১৭ই ডিসেম্বর) বৃহস্পতিবার রাত এগারোটার সময় বিষহরি খাল পাড়া গ্রামের আবুল কালাম ও তার সন্তান মোটরসাইকেল যোগে চৌগাছা বাজার হতে বাড়ি ফিরছিল ,গ্রামের কাছে আসলে আগে থেকেই ওত পেতে থাকা একটি সাদা প্রাইভেট কার হতে তিনজন ব্যক্তি তাদের গতিরোধ করে এবং নিজেদেরকে পুলিশের লোক বলে দাবি করে । তাদেরকে (আবুল কালাম) বলেন তোমরা কালোবাজারি, কালোবাজারির মাল গুলো কোথায় ? তখন আবুল কালাম ও তার সন্তান তাদেরকে (ছিনতাইকারী) বলেন আমরা কোন কালোবাজারীর সাথে জড়িত না গ্রামের ছোটখাটো পল্টি ব্যবসায়ী আমরা পোল্টির টাকা আনতে গিয়েছিলাম চৌগাছা বাজারে ।সেখান থেকে আমরা বাড়ি যাচ্ছি এবং ওই সময়ে তারা আরো বলেন আমাদের বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে ,এখানে আমাদের বাড়ি ,কোন  কালোবাজারি ব্যাবসায়ি না ,তখন তারা উত্তেজিত হয়ে তাদের সারা শরীর সার্চ করে তাদের কাছে থাকা নগদ আটত্রিশ হাজার ও মোবাইল ফোনসহ বাজার থেকে ক্রয় করে আনা মাছের প্যাকেটটিও তারা ছিনিয়ে নেয় । তখন আবুল কালাম ও তার সন্তান তাদের কাছে কাকুতি মিনতি করলে তারা তাদের হাতে থাকা অস্ত্র উঠাইয়ে দ্রুত প্রাইভেট যোগে ছুটিপুর বাজারের দিকে চলে যায়।

এমত অবস্থায় এলাকায় এ ধরনের হঠাৎ করে আইন-শৃংখলার  অবনতির জন্য এলাকাবাসী চরম উদ্বিগ্ন  আছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অত্র এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য অনুরোধ জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ