প্রিয় সহকর্মী
আসছালামুআলাইকুম।
শুভেচ্ছা নিবেন। আগামী ৫ ডিসেম্বর, শনিবার, মাগুড়া জেলা সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'এটোমি অনলাইন শপিং মল এবং ব্যবসায়িক ভাবনা' শীর্ষক অনুষ্ঠান। ঢাকা ও চট্টগ্রামের বাইরে প্রথমবারের মত এই অনুষ্ঠানের আয়োজন করেছে এটোমি বাংলাদেশ লিডার্স ক্লাব। আপনারা জেনে আরও খুশী হবেন যে, এটোমি শপিংমল নিয়ে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে এই ধরনের অনুষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথমধাপে মাগুড়া জেলা সদরে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে খুলনা বিভাগের মাগুড়া, যশোর, কুস্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চূয়াডাঙ্গা, নড়াইল, রাজবাড়ীসহ আশ-পাশের বিভিন্ন অঞ্চলের এটোমিয়ান ও অতিথিরা অংশগ্রহন করবেন।
নাম রেজিষ্ট্রেশন: এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে ইচ্ছুক লিডার্সবৃন্দকে নিজ নিজ টিমের প্রধানদের সাথে যোগাযোগ করে দ্রুত নামের রেজিষ্ট্রেশন নিশ্চিত করতে অনুরোধ করা যাচ্ছে। আসন সংখ্যা সীমিত তাই নির্দিষ্ট আসন পূরণ হয়ে গেলে পরবর্তীতে আর টিকিট দেওয়া সম্ভব হবে না।
প্রবেশ মূল্য: ১০০/- (একশত) টাকা।
অনুষ্ঠানে স্থান: আসাদুজ্জামান মিলনায়তন, মাগুরা সদর।
তারিখ: ৫ ডিসেম্বর, শনিবার। আসন গ্রহন: সকাল ১০টা। অনুষ্ঠান শুরু: সকাল ১০:৩০ মিনিট। অনুষ্ঠান শেষ: বিকেল ২:৩০ মিনিট।
অনুষ্ঠানের প্রবেশের শর্তসমূহ:
১. হলে প্রবেশের সময় টিকিট কাছে রাখতে হবে।
২. "নো মাস্ক, নো এন্ট্রি"। মাস্ক ছাড়া হলে প্রবেশ নিষিদ্ধ।
৩. সরকার প্রদত্ত নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠানে অংশগ্রহন করতে হবে।
প্রধান অতিথি: এটোমি বাংলাদেশ লিডার্স ক্লাবের সভাপতি জনাব কে এম রিজভী আমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সিনিয়র এটোমি লিডার্সরা উপস্থিত থাকবেন।
ব্যবস্থাপনায় :
জনাব মোঃ রফিকুল ইসলাম
স্বত্বাধিকারি, প্যারেন্টস এন্টারপ্রাইজ, মাগুরা (এটোমি এডুকেশন সেন্টার)
ধন্যবাদন্তে,
এটোমি বাংলাদেশ লিডার্স ক্লাব