কুড়িগ্রামে ফ্রি ব্লাড গ্রুপিং

মোঃআকাশ সরকার কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
মানবতার ডাকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্হানে স্টুডেন্টস ব্লাড ডোনার সোসাইটির উদ্দেগে  সেচ্ছাসেবী কাজ করে আছছে,,তারোই ধারাবাহিকতায়, ০৩ /১২/২০২০ তারিখে সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা প্রযন্ত বালাকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন পেশার  মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।স্টুডেন্টস ব্লাড ডোনেট সোসাইটির  সদস্যরা সকাল ৯ ঘটিকাথেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করেন।স্টুডেন্টস ব্লাড ডোনার সোসাইটির,,, সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়।তারা নিজেদের অর্থ খরচ করে  কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্হানে ব্লাড গ্রুপ নির্ণয় করে আসছে।
 সেখান থেকে যারা রক্ত দিতে উপযোগী তাদের নামের তালিকা রেজিষ্টার ভুক্ত করা,রোগীদের রক্ত ডোনেট,মানুষদের  সেচ্ছায় রক্ত দানে এগিয়ে আসার আহব্বান করে থাকেন।যারা সেচ্ছায় রক্ত দিতে আগ্রহী তাদের নিয়ে, বিভিন্ন হাসপাতাল এ অসহায় রোগীদের পাসে দাড়ান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ