উত্তর চাঁনপুর পূর্ব মসজিদের ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন



আব্দুর রাজ্জাক, হরিরামপুর প্রতিনিধি (মানিকগঞ্জ) জেলা:
হরিরামপুর উপজেলা চালা ইউনিয়ন, গ্রাম উত্তর চাঁনপুর-রতন দিয়া।

 পূর্ব পাড়া জামে মসজিদ এর ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন।  

 উদ্বোধন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন 
১/ জনাব শফিকুল ইসলাম ফিরোজ, ফার্মাস্টি পুলিশ লাইন মানিকগঞ্জ 
২/ আঃ করিম মেম্বার 
৩/মোঃ উসমান মাস্টার 
৩/ মোঃ ইউসুফ প্রামানিক (মাস্টার) 
৪/ শামসুল হক মোল্লা অত্র মসজিদ পরিচালক 
৫/ মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক 
আরো উপস্থিত ছিলেন

 ৬/মাওঃ এম এ ইসলাম মুহসিন 
উত্তর চাঁনপুর 
৭/ মাওঃ মোঃ মনির খান 
৮/ইসহাক মুন্সি 
৯/ জৈনুদ্দিন মোল্লা 
১০/মোঃ জহির মোল্লা সাবেক মেম্বার 
১১/আব্দুল জব্বার মাতবর
১২/মুজাফফর খান
১৩/ আলম প্রামানিক 
১৪/আনোয়ার হোসাইন 
১৫/ আব্দুর রেজ্জাক
১৬/হাসমত খান
১৭/সাইফুল ইসলাম
১৮/ সোহান মোল্লা
১৯/ অন্তর মিয়া 
২০/জামিল খান

আরো উপস্থিত
ছিলেন স্থানীয় এলাকাবাসী 
মোনাজাতের মাধ্যমে ছাদ ঢালাই এর কাজ শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ