ভূঞাপুরে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলে ভূঞাপুরে ৩রা ডিসেম্বর ২০২০ইং ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ১২:০০ টার সময় গোবিন্দাসী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের এবং প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে গোবিন্দাসী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠাতা সভাপতি মজিদ মন্ডল (স্বপন) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নুসরাত জাহান (লাকী) এসময় আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ জনাব রাশিদুল ইসলাম, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক জনাব শাকিল আহম্মেদ আমান উল্লাহ, দৈনিক আলোকিত দেশ টাঙ্গাইল জেলা প্রতিনিধি জনাব আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা মুজিব সেনা লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল কাদের। 

উল্লেখ্য যে, ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে। তবে আজ আন্তর্জাতিক ভাবে ২৯ তম এবং জাতীয় ভাবে ২২তম প্রতিবন্ধী দিবস পালন করা হচ্ছে। 

প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার ও উন্নতি সাধন নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশে প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ