আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আহসান উল্লাহ বাবলু আশাশুনি  সাতক্ষীরা  প্রতিনিধি: আশাশুনিতে সরকারী জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটায় ও মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালতে ৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের আলহাজ্ব জিয়াদ আলীর ছেলে আব্দুর রউফকে সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা এবং মাক্স পরিধান না করায় আশাশুনি সদর ইউনিয়নের ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সদর উপজেলার হাবাসপুর গ্রামের মৃত মইনউদ্দীন সরদারের ছেলে মহিদুল ইসলাম ও সাতক্ষীরা সদরের মোজাফফর আলীর ছেলে আসাদুল ইসলামকে সর্বমোট ৩৫০ টাকা জরিমানা করা হয়। এসময় অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ