মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃকুলাউড়া উপজেলার হিংগাজিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সদস্য পদপ্রার্থী মাহফুজুর রহমান তালুকদার ।
নির্বাচন পরিচালনা কমিটি ৮ ডিসেম্বর সদস্য পদে নির্বাচন বিধিমালা অনুযায়ী একক প্রার্থী হিসেবে মাহফুজুর রহমান তালুকদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
মাহফুজুর রহমান তালুকদার বলেন, হিংগাজিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত করায় হিংগাজিয়া বাজারের সকল ব্যবসায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, হিংগাজিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
