মো: আজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইলঃ নড়াইল জেলার সাংবাদিকদের আয়োজনে সাংবাদিক শাহজাহান খান শাজুর নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়।
লোহাগড়া উপজেলার সামনে ও নড়াইল আদালত চত্ত্বরে ৮ই ডিসেম্বার মঙ্গলবার সকাল ৯ টায় ও ১০টায় এ মানব বন্ধন কর্মসুচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সময় টিভির প্রতিনিধি খায়রুল আরেফিন রানা, আর টিভির কামাল, বিজয় টিভির প্রতিনিধি জিয়াউর রহমান জামি,এশিয়ান টিভির প্রতিনিধি রিন্টু, চ্যানেল এস জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান, মাইটিভির প্রতিনিধি খাইরুল ইসলাম. প্রথম আলোর প্রতিনিধি মারুফ ছামদানি, দুই বাংলা ডটকমের সম্পাদক সৈয়দ খাইরুল, যুগান্তরের প্রতিনিধি বিপ্লব রহমান, সহ আইনজিবি ও সাধারন জনগন এ মানব বন্ধনে অংশ নেন।
সকলের বক্তব্যে মানব জমিন ও গ্রামের কাগজের সাংবাদিক শাহাজান খান সাজুর বিরুদ্ধে মিথ্যা হয়রানি মুলক হত্যা মামলা থেকে অব্যহতি দাবি জানান। সব শেষে শাজুর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় শ্মারক লিপি প্রদান করা হয়।
