আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনাঃদ্বিতীয় দফায় আসন্ন পৌরসভার নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জে আওয়ামীলীগ ও বি এন পির মেয়র প্রার্থী কেন্দ্রীয় ভাবে চুড়ান্ত হয়েছে। আওয়ামীলীগ থেকে মনোনীত হয়েছেন বর্তমান পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লতিফুর রহমান রতন,এদিকে বি এন পি থেকে কেন্দ্রীয় ভাবে মনোনীত হয়েছেন সাবেক পৌর মেয়র মাহবুবুন নবী শেখ।
আগামী ১৬ই জানুয়ারী ২য় দফায় এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
