আনোয়ারায় শর্টপিছ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন



মোঃ আরিফুল ইসলাম,চট্টগ্রাম,প্রতিনিধিঃআনোয়ারায় শর্টপিছ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।


মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে রাত্রীকালীন শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে পুর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা ও মাননীয়  ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট ইমরান হোসাইন বাবু। 

শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো: নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহবুব আলী প্রমুখ।

উদ্বোধনী খেলায় বদলপুরা ড্রিম ইলেভেনকে ১ উইকেটে হারায় এস এল ওয়ারিয়র্স।এরপর দ্বিতীয় খেলায় অংশ নেন বরুমছড়া ভয়েস অব হিউম্যানীটি বনাম বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয় ২০১৮ ব্যাচ। প্রত্যেক টিমে ১১ জন করে খেলোয়াড় খেলবে এবং খেলা হবে ১০ ওভার করে।উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এস এল ওয়ারিয়র্সের মো. জিসান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ