অসুস্থ রোগীকে দেখতে রোগীর বাড়িতে আমিনুর রহমান

মফিজুর রহমানের ভাগ্নে বোরাক  
স্টাফ রিপোর্টারঃ অসুস্থ রোগীকে দেখতে রোগীর নিজ বাড়িতে ছুটে যান এমপি প্রতিনিধি আমিনুর রহমান।গতকাল (১৬ই ডিসেম্বর) বুধবার সন্ধ্যার সময় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গুলবাগপুর গ্রামের চার অসুস্থ রোগীর খোঁজ নিতে তাদের বাড়িতে যান অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান এমপি প্রতিনিধি আমিনুর রহমান। 


উল্লেখ্য গুলবাগপুর গ্রামের পূর্বপাড়ার মৃত সন্তোষ আলীর বড় ছেলে শহিদ হোসেন স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন আছেন,   হাটখোলা পাড়ার মফিজুর রহমানের ভাগ্নে বোরাক হোসেন সড়ক দূর্ঘটনায় অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। দক্ষিণ পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে জুমাত আলী দীর্ঘদিন পা পচন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন। 

অসুস্থ জুমাত আলী 
পশ্চিম পাড়ার মিন্টু রহমানের ছোট ভাই মন্টু রহমান অজানা রোগে আক্রান্ত। তার বুঁকের পর থেকে পা পর্যন্ত অবস ( নড়াচড়া করছে না)।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ