বাংলাদেশের সকল উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে- এমপি নাসির উদ্দিন

আটলিয়ার শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত অতিথিবৃন্দ
 
স্টাফ রিপোর্টারঃ  বাংলাদেশের  সকল উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে- এমপি নাসির উদ্দিন।আজ (১৯ই ডিসেম্বর) শনিবার যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল( অবঃ) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন এ কথা বলেন। 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক , ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদর উদ্দিন বিল্টু, সভাপতি আতাউর রহমান ঝন্টু, সাবেক চেয়ারম্যান ও বর্তমান এমপি প্রতিনিধি আমিনুর রহমান, যুবলীগ নেতা গোলাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগের সহ সভাপতি আজহার মাহমুদ, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী,উপজেলা যুবলীগ নেতা  শামিম রেজা, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাঁকড়া ইউনিয়নের  চেয়ারম্যান নিছার আলী, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইন্জিনিয়ার গিয়াসউদ্দিন, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম টফি, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শিপলু, উপজেলা যুবলীগ নেতা শাহেদুর রহমান শিপলু, চৌগাছা উপজেলা যুবলীগ নেতা শরিফুল ইসলাম, পাশাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতলেপ হোসেন, দশপাখিয়া ওয়ার্ডের মেম্বর আব্দুস সালাম সহ সকল স্তরের জনগন।

উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেন বালিয়া ফুটবল একাদশ  ও শিমুলিয়া ফুটবল একাদশ। উক্ত খেলায় ২/১ গোল ব্যবধানে চ্যাম্পিয়ান হয় বালিয়া ফুটবল একাদশ এবং রানার্স আপ হয় শিমুলিয়া ফুটবল একাদশ। খেলার ১ম পুরষ্কার ছিল একটি গরু আর ২য় পুরস্কার ছিল একটি ছাগল। 
খেলার বিরতির সময় প্রধান অতিথি নিজ হাতে অত্র ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতের পোশাক উপহার দেন। এবং সকলে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। খেলাটির সার্বিক আয়োজনে ছিলেন জনি আহমেদ। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ