![]() |
সাংবাদিক আতিকের জন্মদিনে "জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন" ফুলপুর শাখার আয়োজন |
আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক, আতিক হাসানের শুভ জন্মদিনে কেক কাটার আয়োজন করেছে "জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন" ফুলপুর উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ । আজ (১২ই ডিসেম্বর) শনিবার বিকাল চার (৪) ঘটিকার সময় "জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন" ফুলপুর উপজেলা শাখার কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুজ্জামান সরকার বকুল, দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সহকারী সম্পাদক ফজলে এলাহি ঢালি, "জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন" ফুলপুর উপজেলা শাখার সভাপতি তাসনোভা নাসরিন নিশু, সাধারণ সম্পাদক তপু রায়হান রাব্বি, "তারাকান্দা তরুণ যুব সংঘ" পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি ও "জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন" তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আর.জে মিজানুর রহমান ইমন, "তাকওয়া অসহায় সেবা সংস্থার" সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম প্রমুখ ।