আত্রাইয়ে রোকেয়া দিবসে ৩ জয়িতা সংবর্ধিত

আত্রাইয়ে রোকেয়া দিবসে ৩ জয়িতা সংবর্ধিত
রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল  ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক এর সঞ্চালনায় জয়িতা অন্বেষন বাংলাদেশ শীর্ষক কর্মসুচী বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, জেলা পরিষদ সদস্য ফেরদৌস আরা চৌধুরী, আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন, উপজেলা আনসার ভিডিপি অফিসার আমিনুল হক, উপজেলা সমবায় অফিসার নিজাম উদ্দিন প্রমুখ।
পরে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য উপজেলা পর্যায়ে নির্বাচিত ৩জন জয়িতাকে সনদ ও ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। 



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ