মোঃএরশাদ হোসেন রনি, মোংলা :
আগামী ১৬ জানুয়ারি মোংলাপোর্ট পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামীলীগের সভাপতি বাগেরহাট জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেখ আব্দুর রহমান। ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবনে গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সভায় দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য ৬১ পৌরসভার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়। উল্ল্যেখ্য মোংলাপোর্ট পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার জন্য ৪জন দলের কাছে আবেদন করেন। আবেদনকারীরা হলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী ইজারদার, বাগেরহাট জেলা পরিষদ সদস্য মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেখ আব্দুর রহমান, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। এর মধ্যে দলীয় মনোনয়ন বোর্ড মোংলাপোর্ট পৌরসভার নির্বাচনে আ্ওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে বীর মুক্তিযোদ্ধা সেখ আব্দুর রহমানের নাম চুড়ান্তভাবে ঘোষনা করেছে।
