বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃ
বাংলাদেশের স্বাধীনতার পরাশক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্টী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর যুবলীগ। গতকাল বিকাল ৫ ঘটিকায় দলীয় কার্যালয় হতে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল টি শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। সমাবেশে বক্তরা বলেন " বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত করা মানে বাংলাদেশের উপর আঘাত করা। জাতির পিতার ভাস্কর্যকে ভেঙ্গে এই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না। জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী এই বাংলাদেশকে আবার পাকিস্থান বানাতে চায় কিন্তু বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি মাত্র কর্মীও বেঁচে থাকতে তাদের উদ্দেশ্য সফল হতে দেবে না। জাতির পিতার প্রশ্নে আর কোন ছাড় নয়।

যুবলীগ নেতৃবৃন্দ আরও বলেন এই স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের কোন স্থান হবে না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের কে প্রতিহত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা এসএম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাাঠান, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কেএম শাহীন হাসান, মোঃ রাশেদুল ইসলাম, অলিউর রহমান রাজু, আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, মশিউর রহমান, বিপুল মুজমদার, যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, মুস্তাইন বিন চঞ্চল, হাসান শেখ, মুক্তা সরদার, ইমরুল ইসলাম রিপন, সোহাগ দেওয়ান, মাসুম উর রশিদ, ইব্রাহীম আহমে তপু, মাসুমউর রহমান ডলার, জামাল শেখ, বাদল সিপাহী, মনিরুল ইসলাম মন্টু, কার্তিক বিশ্বাস, লাবু আহমেদ, আনিসুর রহমান, রকিবুল ইসলাম, জনি মিয়া, সাকিব হাওলাদার, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, ফাত্তাউল ইসলাম ফাইদ, মোশাররফ হোসেন, ফরিদুল ইসলাম, আশরাফুল ইসলাম মুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ