গাজীপুরে ভুয়া ডাক্তার গ্রেপ্তার!

গাজীপুরে ভুয়া ডাক্তার গ্রেপ্তার!

নিউজ ডেস্কঃ গাজীপুর মেট্রোপলিপন পুলিশ এর মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) কর্তৃক ভুয়া ডাক্তার গ্রেফতার।

ঘটনা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) এর একটি টিম জানতে পারে ভোগড়া বাইপাসস্থিত এন.এস. জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩০০/= টাকা ভিজিটে চেম্বার খুলে  রোগী দেখেন ডাঃ মোঃ নাজমুল হুদা। 

কিন্তু প্রকৃত অর্থে তার ডাক্তারি কোন সনদপত্র নেই। এ সময মহানগর গোয়েন্দা বিভাগ উত্তর কর্তৃক তার চেম্বারে অভিযান পরিচালনা করে উক্ত ভূয়া ডাক্তারকে আটক করে। ভূয়া ডাক্তার মোঃ নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এইচএসসি পাশ করেই ভূয়া এমবিবিএস সনদ দেখিয়ে গত পাঁচ বৎসর যাবৎ এভাবে চিকিৎসা দিয়ে কোটিপতি বনে গেছেন।  এছাড়া তিনি ভূয়া নাম ও সার্টিফিকেট ব্যবহার করে স্কয়ার ফ্যাশন লিঃ, আমান টেক্সটাইল লিঃ, ফখরুদ্দিন টেক্সটাইল লিঃ এর নিয়োগকৃত ডাক্তার হিসেবে কর্মরত আছেন। অদ্য ইং ১১/১২/২০২০ তারিখ বেলা ০৬:৩০ ঘটিকায় অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ২০১০ সালের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কমিশন আইনের ২২(২) ধারা মোতাবেক এক বৎসর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ