![]() |
| ব্যাডমিন্টন খেলার ফাইনালে এমপি হেলাল |
রাজশাহী ব্যুরোঃ নওগাঁ রাণীরনগরে প্রভাতী যুব সমাজের উদ্যোগে মোঃ যেল হোসেন এর সভাপতিত্বে মোঃ রুহুল আমিনের পরিচালনায় মিরাট ইউনিয়নের মিরাট উত্তর পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে আজ বৈকাল ৪.৩০ মিনিটে আতাইকুলা বনাম মিরাট ব্যাডমিন্টন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় মিরাট জয়লাভ করে, এবং প্রথম পুরস্কার হাতিয়ে নেন।
খেলায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ-০৬ আত্রাই-রাণীনগরের স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ ফরিদা পারভীন,রাণীনগর উপজেলা আওয়ামী যুবলীগ লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন জয়, মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রণজিৎ সাহা,সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক হাফেজ মোঃ জিয়াউর জিয়া, আওয়ামীলীগ নেতা,মোঃ আব্দুস ছালাম, মোঃ হালিম ও রণি সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
