নোবিপ্রবি প্রতিনিধিঃকরোনাভাইরাস(কভিড-১৯) শুরু হওয়ার সময় থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত ট্রান্সপোর্ট ফি, আবাসিক শিক্ষার্থীদের সিট রেন্ট ও ইলেকট্রিসিটি চার্জ মওকুফ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কতৃপক্ষের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কভিড-১৯ শুরু হওয়ার সময় থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত ট্রান্সপোর্ট ফি, আবাসিক শিক্ষার্থীদের সিট রেন্ট ও ইলেকট্রিসিটি চার্জ মওকুফ করা হলো।
