আব্দুর রাজ্জাকঃ আজ ৭ ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির প্রচেষ্টা ও সূত্রে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী মহোদয় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা সমূহের শিক্ষক-শিক্ষিকাগণের ৮ মাসের বকেয়া বেতন এবং প্রকল্পটি দ্রুত পাশের বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করছেন।
বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন।
আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত প্রকল্প পাস ও বিগত আট মাসের বেতন প্রদানের নির্দেশ প্রদান করবেন। এবং সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ দ্রুত প্রকল্পটি পাশের ব্যবস্থা গ্রহণ করবেন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।
মাননীয় এমপি মহোদয়ের সহিত সমন্বয় গ্রুপের অন্যতম প্রতিনিধি কেন্দ্রীয় সহ-সভাপতি ইউনুস খান ভাইকে ধন্যবাদ।
ধন্যবাদান্তে:
জয়নুল আবেদীন, সভাপতি
জাকির হোসেন গোপালগঞ্জী
মহাসচিব,
বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি
কেন্দ্রীয় কমিটি।