বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক'র রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন!
মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নাগরপুরের একই পরিবারের ৫জন সহ ৭ জন নিহত
ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মুলকান্দি নামক স্থানে ব্রীজ সংলগ্ন স্থানে আজ ৪ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াই টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা "নিউ ভিলেজ লাইন বাস" ও দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া সিএনজি মুখোমুখি সংর্ঘষে একই পরিবারের ৫জন সহ ৭জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের মৃত নিতাই দাসের ছেলে হরেকৃষ্ণ (৫০),হরে কৃষ্ণের ছেলে গোবিন্দ্র দাস (২৬),গোবিন্দের স্ত্রী ববিতা দাস (২০), গোবিন্দের মেয়ে রাধা দাস (৬), গোবিন্দের দাদী খুকি বালা দাস (৭০), গোবিন্দের ধর্ম শশুর রাম প্রসাদ (৪০), সমেতপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে সিএনজি ড্রাইভার জামাল (৩০)।
এবিষয়ে গোবিন্দের ফ্যামেলী সূত্রে জানা গেছে, একই সিএনজি করে রাধা দাসকে নিয়ে মানিকগঞ্জ মেডিকেলে ডাক্তার দেখানোর জন্যে যেতে লাগছিল কিন্তু মুলকান্দি নামক এলাকায় পৌছাঁলে এই ঘটনাটি ঘটে । এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
এলাকাবাসী জানান, মৃত গাবিন্দোর মোট ৬ সদস্য বিশিষ্ট পরিবার ছিল এর মধ্যে ৫জন মারা গেছে বাকী তার মা ঝর্না রানী বেঁচে আছে।পরিবারের সবাইকে হারিয়ে তার মা দিশেহারা। দূর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, মানিকগঞ্জে যাওয়ার পথে মুলকান্দি নামক স্থানে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনা স্থলে একজন নিহত ও বাকী ৬জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ভাদ্রা ইউপি সদস্য মো. বেলাল সরদার বলেন, দুপুর ২টার দিকে মানিকগঞ্জে যাওয়ার পথে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ মোট ৭নিহত হয়। ঘটনার পরই ঘাতক বাস চালক পালিয়ে যায়। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে আসছে এলাকা জুড়ে।
শেখ ফজলুল হক মনি'র ৮১ তম জন্মদিনে নগর যুবলীগব আয়োজিত স্মরণ সভা
সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাবের ২য় শাখার উদ্বোধন
মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাবের ২য় শাখার উদ্বোধন করা হয়েছে । গতকাল শুক্রবার বিকালে শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ৪র্থ তলায় ক্লাবের ২য় শাখার কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)চৌ: মো: গোলাম রাব্বী।তায়কোয়ানডো ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা ফারুক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ,শহীদ মুনসর আলী মেডিকেল কনসালট্যান্ট সার্জারী ডাঃ কে এইচ মুরাদ,সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক বাবুল হোসেন , এনডিপির প্রতিনিধি নুরুন্নাহার চৌধুরী প্রমূখ। বক্তরা বলেন, তায়কোয়ানডাে কেবল আত্মার অভিনব উন্নত শক্তিকৌশল নয় বরং তায়কোয়ানডাে চর্চার মাধ্যমে একজন প্রশিক্ষণার্থী নানাভাবে উপকৃত হতে পারে। এটি এমন একটি উন্নত কৌশল, যেখানে দেহের গতিকে শক্তিতে রূপান্তরের মাধ্যমে কার্যকর করা হয় এবং সমগ্র দেহ কাজ করে একটি অস্ত্রের মতাে। তায়কোয়ানডাে মানসিক গুণাবলী বিকাশে সহায়তা করে। তায়কোয়ানডাে চর্চা শরীরকে সুস্থ, সবল ও কর্মঠ করে দেহের পেশীকে শক্তিশালী ও মজবুত করে গড়ে তােলে এবং শরীরের রক্ত সঞ্চালনে সহায়তা করে।তাই সকল ছেলে মেয়েদের আত্নরক্ষাতে তায়কোয়ানডো প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরী ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে তায়কোয়ানডো ক্লাবের সহ সভাপতি শফী ইমাম,
সহ ক্লাবের সকল কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ইমরুল হাসান বাদল।
অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সংবর্ধনায় রীতা দত্ত
রিয়াজুল করিম রিজভী,চট্টগ্রাম ব্যুরো প্রধানঃশিক্ষাঙ্গনে গুণগত শিক্ষা নিশ্চিত করে যোগ্য দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে।সীতাকুন্ড উপজেলাধীন ‘ছোট দারোগার হাট তাহের-মনজুর কলেজ’-এর সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সংবর্ধনা আজ ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার নগরীর সুপ্রভাত স্টুডিও হলে সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভায় অধ্যক্ষ রীতা দত্ত বলেন, শিক্ষাঙ্গনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। মানসম্মত টেকসই শিক্ষায় বর্তমান প্রজন্মকে শিক্ষিত করতে পারলে তারাই একদিন দেশকে এগিয়ে নেবে। তাদের আলোয় আলোকিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। তাই শিক্ষাঙ্গনে গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে যোগ্য, দক্ষ, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল শিক্ষকের বিকল্প নেই। শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সুপরিচালনায় একদিন এই কলেজ শ্রেষ্ঠত্বের কাতারে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি আজ গর্বিত যে আমার ছাত্র মুকতাদের আজাদ খান এ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে।
সংবর্ধনার জবাবে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান পূর্ণ দায়িত্বশীলতা, সততা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কলেজকে এ অঞ্চলের সেরা বিদ্যাপীঠে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন। এজন্য তিনি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সবার সহযোগিতা পেলে এ কলেজের উন্নতি, সমৃদ্ধি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
বিটিভি’র উপস্থাপিকা আবৃত্তিকার রেখা নাজনীন এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন-প্রবীণ সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, গেরিলা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ফজল আহমদ,সন্দ্বীপের হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট লায়ন হাজী মোঃ সলিমুল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ মোশাররফ হোসাইন, ফেনী ইউনির্ভাসিটি’র প্রক্টর মনিরুজ্জামান সোহান।
স্বাগত বক্তব্য রাখেন-প্রভাষক ফসিউল আলম, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর জীবনী পাঠ করেন অনলাইন নিউজ পোর্টাল দেশবিদেশটুয়েন্টিফোর ডটকম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দির কো-চেয়ারম্যান লায়ন আবু ছালেহ্, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক শাওন ইমতিয়াজ, হাজী এম.এ. কালাম সরকারি কলেজের প্রভাষক এ.বি.এম মুজাহিদুল ইসলাম বাতেন, ইস্পাহানী গ্রুপের উইং ম্যানেজার মোঃ নুর নবী, অ্যাডভোকেট এস.এম. মোস্তফা, প্রাথমিক চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান ডা. মাহাবুবুল আলম, সমাজকর্মী ও সংগঠক এমদাদুল করিম সৈকত, দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেন, প্রাবন্ধিক ডা. জামাল উদ্দিন, কবি মান্নান নাবিল, সাবেক ছাত্রনেতা মোঃ রেজাউল করিম, দৈনিক দেশবার্তা প্রকাশক হাজী মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
সংবর্ধনায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন অধ্যক্ষ এম.সোলাইমান কাসেমী।
প্রসঙ্গতঃ সন্দ্বীপস্থ আবুল কাসেম হায়দার মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকতাদের আজাদ খান গত ১ নভেম্বর, ২০২০ সীতাকুন্ড উপজেলাধীন তাহের-মনজুর কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের রাজনীতি বিজ্ঞান বিভাগের কৃতী ছাত্র। সন্দ্বীপের হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুকতাদের আজাদ খানের জন্ম ১৯৭৭ সালে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নে।
শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইল ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
জীবন মানেই যুদ্ধ
একজন মানুষের জীবন শুরু হয় জন্ম থেকেই।আর তখন থেকে প্রত্যেকে জীবনের মানে খুঁজে বেড়ায় কিন্তু এই জীবনের মানে কি খুঁজে শেষ করা যায়?শেষ করা যায় না কোনোদিন। জীবন মানেই অঘোষিত একটা যুদ্ধ। এই যুদ্ধ হলো প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকার যুদ্ধ।
রাস্তায় চলতে ফিরতে কখনও ভাবি প্রতিনিয়ত রিকশা চালায় যে ব্যক্তি তার কি জীবনের প্রতি কোনো বিরক্তি নেই? আবার সারাদিন যে ব্যাক্তি গার্মেন্টসে প্রতিনিয়ত কাপড় সেলাই করে কখনও সেই ব্যক্তিটাকেও নিয়ে ভাবি,তার কি কাজ করতে কোনো বিরক্তি নেই?রাস্তায় প্লাস্টিকের জিনিসপত্র খোঁজাখুঁজি করা টোকাইদের কি ঐসব কাজ করতে বিরক্তি নেই?
জীবনকে বাচিয়ে রাখতে জীবনের ক্ষুধা মেটাতে,আর ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে,শুধুমাত্র দু মুঠো ভাতের জন্য তাদের নিত্যকার জীবনের কাজকর্ম যেটা জীবনের জন্য কঠিন একটা যুদ্ধ।এই হাড়ভাঙা পরিশ্রম, এই দু মুঠো ভাতের জন্য যুদ্ধ এটাই হয়তো জীবনের জন্য বড় কিছু।যেটা অট্রলিকায় যারা বসবাস করেন তারা সহজে বুঝতে পারবেনা।
জীবন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের জীবনের রঙ বদলাই। একজন মানুষ তখনই সুখী হয়। যখন তিনি কঠোর পরিশ্রম করে তার পরিবারের সবার চাহিদা সহজে মেটাতে পারে।পরিশ্রম করে একজন টোকাই হয়তোবা বিত্তবান হতে পারে না তবে টোকাই তার জীবনকে সবসময় সুখী হিসেবে আমাদের সমাজের কাছে পেশ করতে পারে।কিন্তু যখন একজন, বিত্তবান গরীব হয়ে যায় তখনই তিনি বুজতে পারে একজন টোকাই এর জীবন কিভাবে অতিবাহিত হয়।
আসলে সবার জীবন এমন ভাবেই অতিবাহিত হয়। আজ কেউ ধনী, আবার কাল সেই ব্যাক্তি গরীব হয়ে যায়। ভাঙাগড়ায় জীবন চলে,আর জীবন জীবনের মতোই চলে। কিন্তু যুদ্ধটা সবাইকেই করতে হয়। কেউ জেতে আবার কেউ জীবন যুদ্ধে হারে।
লাকসামে অবশেষে নৌকার চুড়ান্ত মাঝি হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছে
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু
মোঃ রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট জেলা প্রতিনিধি। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ও দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলস্টেশনের দুই দিকে ট্রেনে কাটা পড়ে রহিদুল ইসলাম ইমরান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীসহ মোট দু’জনের মৃত্যু হয়েছে।
নিহত ইমরান উপজেলার দলগ্রাম ইউনিয়নের সাদেকুল ইসলাম রইসুলের ছেলে। অপর জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকালে কাকিনা স্টেশন অতিক্রম করছিল।
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ওই ট্রেনে কাটা পড়ে মারা যান। আবার একই ট্রেনটি লালমনিরহাট অভিমুখে ফেরার পথে একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারে মোটরসাইকেল আরোহী ইমরান কাটা পড়ে মারা যান।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
লোহাগড়ায় এক গৃহবধু সহ তিন সন্তানকে মারপিট, শ্লীলতাহানী
ঝিকরগায় শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন পালিত
বিএসপির সাহিত্য সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত
কয়রায় দূর্বৃত্তের হামলায় সাংবাদিক সুভাস দত্ত গুরুতর যখম
কয়রা(খুলনা) প্রতিনিধি : কয়রায় দূর্বৃত্তের হামলায় দৈনিক সমাজের কথা পত্রিকার সাংবাদিক সুভাষ দত্ত গুরুতর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার বাসস্টা- এলাকায়। জানা গেছে, সাংবাদিক সুভাষ দত্ত পেশাগত দায়িত্ব পালন করে কয়রা সদরে ফিরে আসার সময় পথিমধ্যে দূর্বত্তরা তাকে চলন্ত মোটর সাইকেল থেকে নামিয়ে নিয়ে মারপিট করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। এসময় এলাকাবসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থ'ার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহাদাৎ হোসেন বলেন, 'বাস্টা-ে সাংবাদিক সুভাষ দত্তের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকী আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
মোংলা পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিতরন
কবি হিমেল বরকতের অকাল মৃত্যু বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি- হাবিবুন নাহার
অসহায়ে চক্ষু মেলো পরিবারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন-২০২০
লোহাগড়া রামকান্তপুর গ্রামে এম কে এইচ কে নামে অবৈধ ইটের ভাটা গড়ে উঠেছে
ভাস্কর্য নিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টিকরছে-মজনু
মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু বলেছেন, “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি” বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। গত ৫ বছরে শিবগঞ্জ পৌরসভাসহ সারা দেশে যে উন্নয়নমূলক কাজ করা হয়েছে, বিগত সরকারের আমলে তার এক অংশও কাজ করা হয়নি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠি যে অনাহুত বিতর্কের সৃষ্টি করছে, তার ভিন্ন কোনো উদ্দেশে থাকতে পারে। তিনি বলেন, ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা, মুক্তিযোদ্ধার চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহল ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্ম প্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার ভুরঘাটা গাংনাই নদীর ওপর ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৪৫ মিটার আরসিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে স্থানীয় স্কুল মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার, তাই জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে আপনাদেরকে হাত বাড়িয়ে দিতে হবে। তবেই এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা ডিজিটালের মাধ্যমে সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছেন।
এর আগে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সেতুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করার কথা ছিল। কিন্তু তিনি বৃহস্পতিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানে আসতে না পেরে মজিবুর রহমান মজনুর ওপর দায়িত্ব দেন।
পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাব, শাহরিয়া কবির ওপেল, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, আবুল কাশেম ফকির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, এসএম রূপম, আওয়ামী লীগ নেতা হাবিবুল আলম, এমদাদুল হক, আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক দুদু, কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান, যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, পৌর কাউন্সিলর হারুনুর রশিদ, আবু সাঈদ, সাইফুল ইসলাম ও মাজেদা বেগম।
উল্লেখ, পৌর সভার ভুরঘাটা-চাউলাপাড়া এলাকায় গাংনই নদীর ওপর ৪৫ মিটার আরসিসি গার্ডার সেতুর নির্মাণে ৩ কোটি ৬ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে। সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাবরিনা ইন্টারন্যাশনাল।
লক্ষ্য যখন 'খ' ইউনিট
জবির রোভার স্কাউটের নির্বাচন, শেয়ালের কাছে মুরগী পোষানি!
দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা আহত- ১
কানাডা-প্রবাসী পারুল বেগম চিকিৎসা সহায়তায় অর্থ প্রদাণ করেন
সিরাজগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
শেখ শাহজালাল হোসেন সুজনের মায়ের সুস্থতা কামনায় বিবৃতি
নড়াইলের চারণ কবি বিজয় সরকারের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
খুলনা মহানগর ও উপজেলা পর্যায়ে একযোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা
ইউনিয়ন বাসীর দাবীতে সাংবাদিক বাশার হলেন চেয়ারম্যান প্রার্থী
আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।। যশোরের মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়ন বাসীর একমাত্র চাওয়া পাওয়া ও দাবীর মুখে হাঁসি ফোটাতে, অবশেষে আসন্ন ইউপি নির্বাচনে সাংবাদিক আবুল বাশার নিজেই চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন। জানা যায় মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চল তথা রাজগঞ্জ অঞ্চল, আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক ও অধিক জনপ্রিয় নেতা, চাকলাদার সাংবাদিক আবুল বাশার।
তিনি গত নাশকতার সময়, কঠিন ভুমিকায় রাজগঞ্জকে শান্তমুক্ত রেখেছিলেন। এ এলাকায় বিএনপি জামায়াতের কোন আধিপত্ব বিস্তার করতে দেয়নি। তবে কিছুদিন পুর্বে তার শাররিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকায়, স্থানীয়ভাবে দলীয় নেতৃত্বের অনেকটা দুরে ছিলেন তিনি। সুস্থ হয়ে ফিরে এসে আবারও এলাকার রাজনীতি চাঙ্গা করে।
দেখা গেছে আ,লীগের দু:দীনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানকে দলীয় অফিস হিসাবে ব্যবহার করতে। উপরের নেতা থেকে শুরু করে স্থানীয় নেতারা সেখানে উঠাবসা করছে। দলীয় প্রগ্রাম সফল করতে সেখানে বসে পরিকল্পনা করতো স্থানীয় নেতারা। ফলে সকল কাজের মাথায় থেকে সুষ্ঠভাবে সকল দলীয় প্রগ্রাম সফল করতেন তিনি। যার কারনে ধারনা করা হচ্ছে এ ইউনিয়ন থেকে দলীয় ভাবে মনোনয়ন সেই পেতে পারে।
তিনি আশাবাদী কর্ম দক্ষতা ও দলীয় কাজের হিসাব নিকাশে উপরের নেতাদের সব থেকে কাছের ব্যক্তি হলেন তিনি। তাই নেতারা তাকেই দলীয় মনোনয়ন দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী। দলীয় মনোনয়ন পেয়ে ৯নং ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়ে মাঠে নামলেই চেয়ারম্যান নির্বাচিত হবেন।
উল্লেখ্য চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ইতিপূর্বে দলীয়ভাবে সমর্থন পেয়ে, নির্বাচন করে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বারবার সভাপতি হয়েছিলেন । সভাপতি থাকাকালীন বিদ্যালয়ের লেখাপড়ার মান খুবই উন্নত করেছিলেন। এছাড়া তিনি রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থেকে, দীর্ঘ ৩৭ বছর ধরে দক্ষতার সততা ও নিষ্ঠার সাথে বাজার পরিচালনা করে এসেছেন। তিনি বাজারের মেইন পয়েন্টের একজন বিশিষ্ট নামকারী ব্যাবসায়ী।
এই প্রার্থীর বিষয়ে সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা ঝাঁপা ইউনিয়নে আবুল বাশারকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে দেখতে চাই। এটাই তাদের একমাত্র চাওয়া পাওয়া। আর জনগণের সেই চাওয়ার প্রত্যাশা পূরণ করতে অবশেষে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন আবুল বাশার। এদিকে আবুল বাশার চেয়ারম্যান প্রার্থী এমন সংবাদে ইউনিয়নের অনেকেই আনন্দ উৎফুল্ল করছে। এদিকে চেয়ারম্যান প্রার্থীর ঘনিষ্ঠদের মাধ্যমে প্রার্থী হওয়ার সংবাদ পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন ইউনিয়নের গরীব অসহায় ও সাধারণ ভোটাররা।
অনেকেই প্রার্থী আবুল বাসারের মুঠো ফোনে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকবেন বলে জানিয়েছে। চেয়ারম্যান প্রার্থী আবুল বাশারের নিকট জানতে চাইলে তিনি জানান, সাধারণ জনগনের দাবীটা পুরন করতে আমি চেষ্টা করছি। সে কারণে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমার রাজনৈতিক দল আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ করে দিবে। তাহলে ইউনিয়ন বাসীর চাওয়াটা পুরন হবে বলে আমি মনে করছি।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিরুদ্ধে আদালতের স্থিতাবস্থা
কুলাউড়া প্রতিনিধিঃকুলাউড়া শহরের বৃহৎ সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে সমন জারীর একদিন পর দায়িত্বগ্রহণসহ যাবতীয় কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সিনিয়র সহকারী জজ আদালত।২৯ নভেম্বর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানসহ কমিটির বাকি ৬ সদস্যদের বিরুদ্ধে সমনজারি করেন আদালত।
এদিকে ০১ ডিসেম্বর জহির খাঁন ডলারের ২৯ নভেম্বরের মামলা (নং ৯১/২০২০) কার্য্যবিধি আইনের ৩৯ নং আদেশের ১ নং রুলের প্রেক্ষিতে কারণ দর্শানোর সমন প্রাপ্ত হওয়ায় ক্রুটিপূর্ণ ভোটার তালিকা মূলে অস্থায়ী নির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ করিতে না পারেন এবং শপথের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে না পারেন এব্যাপারে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণসহ যাবতীয় কার্যক্রম পরবর্তী তারিখ অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সিনিয়র সহকারী জজ আদালত।
এ ব্যাপারে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমান জানান, সমন ও স্থিতাবস্থার পৃথক নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করেন। আইনী প্রক্রিয়ায় আদালতের নোটিশের জবাব দেবেন বলে জানান।