আশাশুনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত
জমি জবর দখলের চেষ্টায়প্রতিপক্ষের হামলা, ভাংচুর, মারপিটে স্বামী স্ত্রী আহত
খুলনায় করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিতকরনে মোবাইল কোর্টের অভিযান অব্যহত
আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আশাশুনি মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি: ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস মোল্যা, সাবেক ডেপুটি কমান্ডার নাজিমউদ্দীন, গাওছুল হক সানা, আব্দুল করিম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীবসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বীরমুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর বিভাগে অক্টোবর মাসের অপরাধ সভা
![]() |
চট্টগ্রাম বন্দর বিভাগে অক্টোবর মাসের অপরাধ সভা |
কিশোরগঞ্জে লক্ষিত সুফল ভোগীদের মাঝে গরু বিতরণ
![]() |
কিশোরগঞ্জে লক্ষিত সুফল ভোগীদের মাঝে গরু বিতরণ |
পটিয়ায় মৃত্যুর দাবি চেক হস্তান্তর
![]() |
পটিয়ায় মৃত্যুর দাবি চেক হস্তান্তর |
জেলা ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেফতার -২
আদমজী ৮৯ ব্যাচের সহায়তায় কয়রায় সেলাই মেশিন বিতরণ
কৃষকের নামে বরাদ্দ নিয়ে ২০ বস্তা গম বীজ বিক্রির চেষ্টা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার ২০ বস্তা (৪০০ কেজি) গম বীজ আটক করেছে স্থানীয়রা। উপজেলা কৃষি অফিসের গুদাম থেকে ভ্যানে করে বীজ নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এসব বীজ আটক করা হয়। রবিবার (৬ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এ তথ্য জানিয়েছেন।
বীজ আটককারীদের একজন শেখ শাহীন আলম জানান, রবিবার বিকাল ৪টার দিকে উপজেলা কৃষি অফিসের স্টোর থেকে ভ্যানে করে ২০ বস্তা গম বীজ
তিনি বলেন, ‘জিয়াউর এসে আমাকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভ্যান ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলে আমি তা প্রত্যাখ্যান করি এবং ইউএনও স্যারকে ফোনে বিষয়টি অবহিত করি। পরে ইউএনও স্যারের নির্দেশে উপজেলা কৃষি কর্মকর্তা এসে বীজগুলো জব্দ করে নিয়ে যান।’
তিনি আরও বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর অনিয়মের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দকৃত এসব বীজ স্টোর থেকে বের করে তার ভাই রবিউল ইসলাম বাবুর দোকানে নিয়ে যাচ্ছিল। সে তার ব্লকের (চুলিয়ারপার ব্লক) কৃষকদের নামে বরাদ্দ নিয়ে এসব বীজ বাজারে বিক্রির চেষ্টা করছিল।
অভিযোগ অস্বীকার করে জিয়াউর রহমান বলেন, ‘ভ্যানচালকের ফোন পেয়ে ঘটনাস্থলে গেলেও বীজগুলো পাচারের বিষয়ে আমি জানি না। আটককারীকে আমি কোনও টাকা দেওয়ার প্রস্তাবও দেইনি।’ তবে বীজগুলো উপজেলা কৃষি অফিসের স্টোর থেকে বের করা হয়েছিল এবং তার ভাই বীজ ব্যবসা করেন বলে স্বীকার করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, আটককৃত বীজগুলো জব্দ করে উপজেলা প্রশাসনে নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও আল ইমরান বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত বীজ কীভাবে বাইরে এলো তা তদন্ত করে বের করা হবে। এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।
প্রসঙ্গত, এবছর রৌমারী উপজেলায় মোট ৮ হাজার ৩৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য পুনর্বাসন প্রণোদনা বরাদ্দ দিয়েছে সরকার।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত
নিউজ ডেস্কঃ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এমপিও নীতিমালা সংশোধনের কাজ শেষ হয়েছে। চলতি মাসের শেষে অথবা আগামী জানুয়ারির প্রথম দিকে এমপিওভুক্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে।
এই নীতিমালায় বলা হয়েছে, সিটি করপোরেশন এলাকায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে পাবলিক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৭০ শতাংশ, পৌর এলাকায় ৬০ ও মফস্বল এলাকার প্রতিষ্ঠানে ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করতে হবে। সিটি করপোরেশন এলাকায় উচ্চমাধ্যমিক স্তরে পাবলিক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৬৫ শতাংশ, পৌর এলাকায় ৬০ ও মফস্বল এলাকার প্রতিষ্ঠানে ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করতে হবে। আর স্নাতক স্তরে সিটি করপোরেশেন এলকায় ৫৫ শতাংশ, পৌর এলাকায় ৫০ শতাংশ ও মফস্বল এলাকায় ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করতে হবে।
এতে আরো বলা হয়েছে, ভাড়া বাসা-বাড়িতে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে বেশ কয়েকটি শিক্ষক-কর্মচারীর পদ সৃজন করা হয়েছে। আগের নীতিমালা অনুসরণ করে ২০১৯ সালে ২ হাজার ৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলেও এবার তা পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিও নীতিমালায় আগের চেয়ে কাম্য যোগ্যতা কম-বেশি করা হয়েছে। বিভিন্ন খাতে অর্জিত নম্বর হ্রাস ও বৃদ্ধি করে তা খসড়া চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এটি সংসদীয় কমিটিতে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদনের পর তা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আদেশ জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা প্রকাশের পর পরই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন কার্যক্রম শুরু করা হবে। চলতি মাসের (ডিসেম্বর) শেষের দিকে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে আবেদন কার্যক্রম শুরু করা হতে পারে।
শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের আজ সোমবার গনমাধ্যমকে এই তথ্য জানান।
আবুল খায়ের জানান, গতকাল রোববার রাতে পরীক্ষার প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। শারীরিক কোনো জটিলতা নেই।
৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় মোংলা সুন্দরবন
![]() |
৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় মোংলা সুন্দরবন |
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের মোড়ে বিক্ষোভ মিছিল
![]() |
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের মোড়ে বিক্ষোভ মিছিল |
মৈত্রি দিবস উপলক্ষে সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত
![]() |
মৈত্রি দিবস উপলক্ষে সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত |
স্বপ্নের টেউ সমাজকল্যাণ সংস্থা কুলাউড়া শাখার পরিচিত সভা সম্পন্ন
![]() |
স্বপ্নের টেউ সমাজকল্যাণ সংস্থা কুলাউড়া শাখার পরিচিত সভা সম্পন্ন |