রক্ত কণিকা ফাউন্ডেশন"র পক্ষ থেকে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ নাঈম হাসান ঈমন স্টাফ রিপোর্টার রাজধানী ঢাকার হাজারী বাগের বটতলা মাজার সংলগ্ন কামাল খানের বস্তিতে অবস্থিত "বাটারফ্লাই স্কুল ফর ডিপ্রাইভড চিল্ড্রেন " বিদ্যালয়ের ১৫'ই জানুয়ারি ২০২১ তারিখ ৩০+ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী (স্কুল ব্যাগ) উপহার দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব, এমএন মোর্শেদ রুমি (পুলিশ হেডকোয়ার্টার) মাননীয় উপদেষ্টা রক্ত কণিকা ফাউন্ডেশন।

রক্ত কণিকা ফাউন্ডেশন সভাপতি জহির বলেন আমরা মানুষের পাশে থেকে মানুষের ভালোর জন্য আর তাই প্রতি বছরের ন্যায় "রক্ত কণিকা ফাউন্ডেশনের" এবারের আয়োজন ছিল সেই সকল সুবিধা বঞ্চিত,অসহায় ও দরিদ্র শিশুদের নিয়ে।

নিজ নিজ জায়গা থেকে,নিজের সাধ্যের সবটুকু দিয়ে ভবিষ্যতেও আমরা এসকল সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ..! এই আয়োজনে যেসব ব্যাক্তিরা আমাদের সার্বিক ভাবে সাহায্য করেছেন তাদের প্রত্যেকের প্রতি রইলো অজস্র কৃতজ্ঞতা..!

"মানবতার সন্ধানে,
                    তারুণ্যের বন্ধন"
"রক্ত কণিকা ফাউন্ডেশন" 

ভালোর_সাথে_আমরা...

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ