আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত গৃহবধূ নাছিমা খাতুন বঁাচতে চাই। আরার গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে দিনমুজুর রবিউল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী নাছিমা খাতুন (৩৫) এর গত বছরের প্রথম দিকে চুয়াডাঙ্গায় ইটভাটায় থাকা অবস্থায় গলার দুইপাশে টিউমার আকৃতির সৃষ্টি হয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে চুয়াডাঙ্গার একটি হাসপাতালে ডাক্তার দেখালে রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে। এরপর সে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন আছে। সর্বশেষ ডাক্তার তাকে উন্নতহ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তির জন্য রিফার্ট করেছেন। কিন্তু সেখানে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য যোগাযোগ ও বর্তমানে প্রচুর অর্থ প্রয়োজন যা তার দিনমুজুর স্বামী রবিউলের পক্ষে যোগানো সম্ভব নয়। সেজন্য কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান তাকে ঢাকায় ভর্তির ব্যবস্থা করে ফ্রি চিকিৎসার ব্যবস্থা বা নগত সাহায্যের হাত বাড়াতে চাইলে তার স্বামীর মোবাইল নম্বার ০১৭৪৯-০৯০৫৪৬ (বিকাশ) এ যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।