পটিয়ার ধলঘাটে এনজিও কর্মকর্তা'কে হত্যার হুমকি, মারধরের অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি -  চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটে এনজিও কর্মকর্তা মনোজিত চৌধুরী'কে হত্যার হুমকি ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারি শনিবার  সকাল ১০ টায় ধলঘাট ক্যাম্প এলাকায়। এঘটনায় বোয়ালখালীর বাসিন্দা  আহত পটিয়ার ধলঘাট ন্যাশনাল মাল্টিপারপাস কো- অপারেটিভ লিঃ এর ম্যানেজার মনোজিত চৌধুরী বাদী হয়ে জহির আহমদ, নজির আহমদ সাং নন্দেরখীল এই দুইজনের  বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়, দীর্ঘদিন যাবত জহির ও নজির আহমদ মনোজিত চৌধুরী'কে মোবাইল ফোনে নানান ধরনের ভয়ভীতি হত্যার হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি সকাল ১০টায় মনোজিত চৌধুরী পটিয়ার ধলঘাট ক্যাম্প এলাকায় আসলে তার পথ অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র দিয়ে সন্রাসী কায়দায়  এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত গুরুত্বর  জখম করে বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। বর্তমানে মনোজিত চৌধুরী প্রতিপক্ষদের অব্যহত  হত্যার হুমকি ধামকি কারণে সে  চরম আতংকের মধ্যে রয়েছে বলে জানান।  এ ব্যাপারে পটিয়া থানার ডিউটি অফিসার এস আই রিয়াজ জানান অভিযোগ পেয়েছি ওসি'র নির্দেশ তদন্ত করে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে বলে জানান।  মনোজিত চৌধুরী জানান, মোবাইল ফোনে হত্যার হুমকি ধামকি রেকর্ড রয়েছে।জহির আহমদ এবং নজির আহমদ অহেতুক গায়ে পড়ে হামলা চালায়। সে এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার এর হস্তক্ষেপ কামনা করেন। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ