মোংলা পৌর নির্বাচনে নৌকার বিজয়ে আওয়ামীলীগের আরো দায়িত্ব বেড়ে গেলো

মোঃএরশাদ হোসেন রনি, মোংলাঃ মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের বিজয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীদের দায়িত্ব আরো বেড়ে গেলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। নির্বাচনের পরে মনে করবেন সবাই ভোট দিয়েছে। কেউ প্রতিহিংসার রাজনীতি করবেন না। রাস্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা। তাঁর ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। নির্বাচন পরবর্তী পরিবেশ-পরিস্থিতি ভালো রাখতে হবে। ১৭ জানুয়ারি রবিবার দুপুরে দলীয় কার্য্যালয়ে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে নৌকা প্রতীকের নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপোর্রেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।

রবিবার দুপুর ১টায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংবর্ধিত অতিথি নৌকা প্রতীকের নব নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র সেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ শেখ কামরুজ্জামান জসিম, আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান ছোটমনি, তালুকদার আক্তার ফারুক, কাজী গোলাম হোসেন বাবলু, উৎপল মন্ডল, সাখাওয়াত হোসেন মিলন, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, শেখ কবির হোসেন, মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, গাজী আকবর হোসেন, নারজিনা বেগম নাজিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী দরিয়া তালুকদার প্রমূখ। প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আরো বলেন পরিক্ষীত লোক আদর্শচ্যুত হবে না। যারা নৌকাকে মা হিসেবে দ্যাখেনা তাদের দরকার নেই। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ৫ বছর পর জনগনের কাছে জবাবদিহি করতে হবে। তাই ১বছরের মধ্যে মানুষের দৃষ্টিভংগি পরিবর্তন করে উন্নয়নের চাবিকাঠিতে পরিণত হতে হবে। সংবর্ধিত অতিথি নবনির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন পৌরবাসীর কাছে ভোট ভিক্ষা করে জয়লাভ করেছি। মানুষের আশা পূরণ করে যেন নৌকার সম্মান রাখতে পারি সেই জন্য সকলের সহযোগিতা চাই। সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ