মোংলাপোর্ট পৌরসভার নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন মহলের বিবৃতি

মোঃএরশাদ হোসেন রনি, মোংলাঃ  মোংলাপোর্ট পৌরসভার নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন ভূঁইয়া, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, সুশাসনের জন্য নাগরিক সুজনথর সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সুশাসনের জন্য নাগরিক সুজনথর সাধারণ সম্পাদক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতা নাজমুল হক ও মোল্লা আল মামুন, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার নেতা মোঃ ইস্রাফিল হোসেন, শফিকুল ইসলাম সোহাগ, শেখ শাকির হোসেন, মোঃ জাহিদ হোসেন, আব্দুর রশিদ হাওলাদার প্রমূখ। বিবৃতি নেতৃবৃন্দ নব নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানকে অভিন্দন জানিয়ে আশা প্রকাশ করে বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে রণাঙ্গণের সৈনিক নব নির্বাচিত পৌর মেয়র শেখ আব্দুর রহমানের নেতৃত্বে মোংলা পোর্ট পৌরসভা মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি-সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ