রাণীশংকৈল পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রকি

কলিন চন্দ্র ( ইতু) রায়,ঠাকুরগাঁও   প্রতিনিধি :আজ ১৭জানুয়ারি রবিবার রাণীশংকৈল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম রকি মনোনয়নপত্র জমা দেন। আসছে ১৪ ফেব্রুয়ারী রবিবার আসন্ন রানীশংকৈল পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে ৪ নং ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থীতার জন্য উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকারের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন শহীদুল ইসলাম রকি।

এ সময় উপস্থিত ছিলেন  ৪ নং ওয়ার্ডের এলাকাবাসী। শহীদুল ইসলাম রকি বলেন,
রাণীশংকৈল পৌরসভার ৪ নং ওয়ার্ড কে সময় উপযোগী উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করা  ও এলাকার সকল মানুষের নৈতিক, মানবিক, সামাজিক ও সাংবিধানিক অধিকারের পক্ষে আলোচনার মাধ্যমে তা সুনিশ্চিত করা সেই সাথে পৌরশহরের উন্নয়নের মূল মন্ত্র দারিদ্র দূরীকরণ ও বেকারত্ব দূরীকরণের জন্য কাজ করা।  এই কথা বলে তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেছেন।

উল্লেখ্য যে,আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে রানীশংকৈল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ