রাজাপুরে কৃষি জমি বাচাতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ নাঈম হাসান ঈমন স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালির গ্রামের সমবায় ক্লাব বাসস্ট্যান্ডের (ঝালকাঠী-ভান্ডারিয়া) আঞ্চলিক মহাসড়কে সোমবার সকাল ১১ টায় বড় কৈবর্তখালী গুচ্ছ গ্রাম তৈরীর সিদ্ধান্ত বাতিলরে দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন। জানা যায় , বড় কৈবর্ত খালি গ্রামের প্রায় ২ বিঘা জমি সরকারকে ভ্যাট না দেওয়ায় নিলাম হয়ে যায় এবং সরকারি হিসেবে গন্য হয়। আর এই জমির ৯০ শতাংশেরও বেশি রয়েছে ধানী জমি  আর এই জমির উপরই সরকারের গুচ্ছ গ্রামের প্রকল্প বাস্তবায়নের লক্ষে বড় কৈবর্তখালী গুচ্ছ গ্রাম করার সিদ্ধান্ত নেন। তারই ফলস্রুতিতে স্থানীয় কৃষকদের  আবাদি জমিতে গুচ্ছ গ্রামকরার প্রকৃয়া শুরু করেলে প্রকল্প কতৃপক্ষ।  এলাকাবাসী ভুমি অফিসে গিয়ে এ বিষয়  ভূমি অফিস  কতৃপক্ষের কাছে জানতে চাইলে ভূমি অফিস কতৃপক্ষ  তাদের বলেন এটা সরকারে  জমি এটাতে সরকারের প্রকল্প বাস্তবায়ন করছে এতে আমাদের কিছু করনীয় নেয়। মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহ আলম মীর, সাকাওয়াত উকিল, মোসলেম সিকদার, কমাল সিকদার, রাবেয়া বেগম,সাহিদা বেগম প্রমুখ। 
বক্তারা  তাদের বক্তব্যে বলেন- এই জমি গুলো আমাদের পৈতৃক ধানী জমি এবং সি এস  আর এস  এস এ আমাদের রেকর্ড শুধু বি এস রেকর্ড আজান করেন আমাদের না,তাই এধরণের ভুল সিদ্ধান্তের জান্য উপজেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ  কামনা করেন। এছাড়া  মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন মাসুদ গাজী, ইসা হাওলাদার, আলমগীর গাজী সহ শত শত কৃষক ও নানা শ্রেনীপেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ