মোঃ নাঈম হাসান ঈমন স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠিতে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন এবং অপর আরোহি আহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়েছে। সোমবার বিকেলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছাত্রকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাবু সিকদার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম হিমু ও মোটর বাইক চালক রানা তালুকদার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হিমুর মাথার উপর দিয়ে ট্রাকের চাকা যাওয়ায় পিস্ট হয়ে তা থেতলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রানা তালুকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নেয়া হয়। নিহত কামরুল ইসলাম হিমু ঝালকাঠি আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে রাজাপুর সরকারী কলেজ সংলগ্ন বাসায় ফিরছিলেন। তিনি মৃত. মোজাম্মেল হোসেনের ছেলে। রানা তালুকদারের বাড়ি উপজেলার বলাইবাড়ি এলাকায়। সদর থানার উপ-পুলিশ পরিদর্শক শওকত জানান, ট্রাকটি মোটর সাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপরজন গুরুত্বর আহত হয়। এদিকে কাউখালী উপজেলার বেকুটিয়া ফেরিঘাট থেকে ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।