নওগাঁর রাণীনগরে বেবি, সিএনজি শ্রমিক ইউনিয়ন উপজেলা কমিটি অনুমোদন

রাজশাহী ব্যুরোঃ
নওগাঁর রাণীনগরে বেবি ট্যাক্সি, ট্যাম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের রাণীনগর উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে নওগাঁ জেলা কমিটি।রবিবার দুপুরে বেবি ট্যাক্সি, ট্যাম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন রাণীনগর শাখা কার্যালয়ের আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসার মিঠু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তালেব জলসা, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ ও সাধারন সম্পাদক আশিকুজ্জামান আশিক প্রমূখ। এসময় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগামী ৩ বছরের জন্য নওগাঁ জেলা কমিটি গঠনতন্ত্র মোতাবেক জাকির হোসেন জয়কে সভাপতি ও রাজ ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ