সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধি: শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের জাহাঙ্গীরপুর বকুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
ইটভাটার ট্রাকে পিষ্ট হয়ে মৃত ওই শিশু শিক্ষার্থীর নাম ওয়ালিদ হাসান (৯)।। উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে ওয়ালিদ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহত শিশুটিকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তির ভাষ্যমতে, বাচ্চাটি একটি সাইকেলে চালিয়ে চৌগাছার দিকে আসছিল। ভাটার ট্রাকটি চৌগাছা থেকে ঝিকরগাছার দিকে যাওয়ার পথে তাকে চাপা দিয়ে পিষ্ট করেই পালিয়ে যায়। এসময় তারা দুজন দ্রুত উদ্ধার করে বাচ্চাটিকে চৌগাছা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির চাচা ইব্রাহিম হোসেন বিলাপের সুরে বলেন, সকালে শিশুটি হাম-রুবেলা টিকা নিতে ভয় পাচ্ছিল। আমি জোর করে টিকা দিয়ে নিয়ে আসলাম। আর সেই ভাতিজাই দুপুর না হতে লাশ হয়ে গেল?
ট্রাক চালকের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয় নি। এমনকি কোনো ক্ষতি পূরনও বিবেচনা করা হয়নি বলে জানা গেছে। জানা গেছে বাচ্চাটি পরিবারের একমাত্র সন্তান।