দক্ষিণ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কর্মী সভায় দুর্জয়

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার এক কর্মী সভা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফর আলী চৌধুরীর পরিচালনায় চন্দনাইশস্ত রহিম কমিনিউটি সেন্টারে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি  এডভোকেট আসাদুজ্জামান দূর্জয়। বিশেষ অতিথি ছিলেন মিসেস উম্মী জামান প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্বা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি।

প্রধান বক্তা ছিলেন আলমগীর আলম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি।

বিশেষ বক্তা মোহাম্মদ মীর হোসেন যুব বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সহ সম্পাদক ফরিদুল আলম,পটিয়া উপজেলা সভাপতি সৈয়দ মহিউদ্দিন সাগর, সিনিয়র সহ- সভাপতি এস এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইদ্রিস, লোহাগড়া উপজেলা সভাপতি গোলাম মোহাম্মদ দস্তগীর, দোলন দাশ,চন্দনাইশ উপজেলা সাধারন সম্পাদক সৈকত দাশ,পটিয়া পৌরসভার সাবেক সভাপতি আবু মাসুদ চৌধুরী, সহ সভাপতি মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান মানিক,জাহেদুল ইসলাম,ফয়সাল,ইকবাল হোসেন,রহিম,ইমন,জিসান,নাঈম,রফিক প্রমুখ।এতে প্রধান অতিথি বলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আজ সারাদেশে সুসংগঠিত রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারা মুক্তি আন্দোলনে এ সংগঠন রাজ পথে ছিল আজও এগিয়ে চলছেন ঐক্যবদ্ধভাবে। রাজনীতিতে কর্মীরাই হল আমাদের  প্রান। তাই আগামীতে যারা কর্মীদের ভালবাসবেন বিপদে পাশ্বে থাকবেন এমন সংগঠককেই নেতা বানানো হবে।তিনি সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামীতে যোগ্য মেধাবী  তরুনদের দিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করে সংগঠন এগিয়ে নেওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ