৩৯নং ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় ৩ বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদ

হাসান রিফাত,চট্টগ্রাম প্রতিনিধি:২৭জানুয়ারী চসিক নির্বাচনে ধানের শীষ প্রতীক- ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সরফরাজ কাদের রাসেলের সমর্থক ,ইপিজেড থানা বিএনপি সহ-সভাপতি মোঃ শাহজাহান ,৩৯ নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ন সম্পাদক মিজানুর রহমান পারুল ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান রাসেলের উপর কিছু চিহৃদ সন্ত্রাসীরা হক সাহেব রোডস্থ উদয়ন কেজি স্কুলে কেন্দ্রের দখলে নিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । 

এতে পারুল কে উন্নত চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয় বলে দলীয় সূত্রে জানাই।আহতরা সবাই কাউন্সিলর প্রার্থী রাসেল(রেডিও),ধানের শীষ প্রতীকের নির্বাচনী কমিটির দায়িত্ব ছিলেন। 

এই ঘটনায় ইপিজেড থানা বিএনপির নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত এই চিহিৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইবুনালে/হত্যা চেষ্টা দায়ে মামলা হবে বলে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশ্রাফ উদ্দিন সংবাদ মাধ্যম কে জানান। 
 প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, রেডিও'র এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিলে পারুল সঙ্গীয় সদস্যদের ভোটদান ও এজেন্ট  নিয়োগদিতে গেলে নৌকার সমর্থকও চিহিৃত দূষ্কৃতরা পিছন থেকে ধারালো চায়নিচ দিয়ে তাদের কোপান। এতে তারা মারাত্মক আহত হয়।

প্রতিবাদ জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী রাসেল, নগর নেতা হাজী নুরুজ্জামান, মুজাদ বারেক, জাবেদ আনসারী,ইমরান, মোঃআলী, মুজিবুর রহমান,আলমগীর সহ বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ স্থানীয় নেতৃবৃন্দ। 
এদিকে এই ঘটনা প্রতিবাদ জানিয়েছেন মেয়র প্রার্থী ও নগর বিএনপির সভাপতি ডাঃশাহাদাৎ হোসেন,সাঃসম্পাদক আবুল হাশেম বক্কর সহ নির্বাচনী কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ