কত শত লেকচার চলে
কবিরা কবিতা লিখে,
গায়করা গান গায়
সবার শ্লোগান একটাই ঐক্য চাই।
শ্লোগানের বজ্র হুংকার
মাঠে ময়দানে কাজ কর,
কাফের কাফের ফতোয়া ছাড়
মুসলিম উম্মাহকে নিয়ে ঐক্য গড়।
কাফের কিংবা দালাল ফতোয়া দিয়ে
জনতা বিভ্রান্তি করে,
ঐক্যের শ্লোগান ওরা ও দিচ্ছে
কাফের ফতোয়া নাহি ছাড়ছে।
সমাজে কিংবা দেশে বল
ঐক্যের আহ্বান সবাই কর,
নিজেকে বদলে ফেল
কুরআন হাদীস মেনে চল।
