বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারি ভাবে স্বতন্ত্র প্রার্থী জয়

খাদেমুল ইসলাম রাজ, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ ৬০ পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রার্থী মোশারফ হোসেন বাবুল ৩ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো নুর ইসলাম  পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট।

বীরগঞ্জ পৌরসভা নির্বাচন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা  নির্বাচন কর্মকর্তা মো নুর-আলম।  আজ শনিবার  সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বীরগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয় বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়।
পৌরসভায় মেয়র প্রতিদ্বন্দ্বীতা করেন ৫ জন। নয়টি ওয়ার্ডের ৪৯টি বুথ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৫১৩ জন এবং নারী ভোটার ৮ হাজার ৩২ জন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ