চট্টগ্রাম প্রতিনিধি,হাসান রিফাতঃ নগরীর ইপিজেড থানা এলাকার সিমেন্ট ক্রসিং(মোঃআলী শাহ)রোডের এক অসহায় মায়ের অভিযোগের প্রেক্ষিতে বকাটে ছেলে (ছদ্ম নাম) এনাম(২৫) কে পুলিশি সহায়তায় অবশেষে সৎপথে ফিরিয়ে আনার পূর্ন আশ্বাস পেয়ে ঐ অসহায় মা।
মোবাইল ফোনে অসহায় মা কে নির্যাতনের খবরটি পেয়ে ইপিজেড থানার সেকেন্ড অফিসার(।সিনিয়র এসআই) সাজেদুল ইসলাম(সাজেদ কামাল) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করে ১৯জানুয়ারী সন্ধ্যায় বকাটে ছেলে কে এস আই সাইদের মাধ্যমে মুচলেখা নিয়ে থানা থেকে পরিবারের হেফাজতে দেন। শর্ত হচ্ছে দৈনিক একবার থানায় হাজিরা দিতে হবে।
পরিবার সূত্রে জানাই, বকাটে এনাম(সুমন) কিশোর গ্যাংয়ের শিকার হয়ে দীর্ঘ বছর পর্যন্ত মাদক-নেশা,অণৈতিক কর্মকান্ড সহ বাজে আ্ড্ডা দিতেন। আর রাত্রে এসে অসহায় মাকে নেশার টাকার জন্য চরম নির্যাতন করতেন। অবশেষে এক নিকট আত্মীয় সহায়তা থানা এসে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে সাথে সাথে সন্ধ্যার মধ্যে আটক ছেলে কে চরম হুশিয়ারী,আইনী ভীতি দেখিয়ে বশে আনেন ইপিজেড থানা পুলিশ টিম।
ছেলেটি বর্তমানে পরিবারের হেফাজতে ভালো রয়েছে বলে পরিবার খুশি হয়ে থানা প্রশাসন কে, বিশেষ করে(সাজেদ কামাল) কে ধন্যবাদও জানিয়েছেন ভুক্তভোগি পরিবার।