মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃসিরাজগঞ্জের কাজিপুরের হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী পদে বৈধ শিক্ষা সনদ থাকা সত্বেও হয়রানী মুলক মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের কোন সত্যতা স্বীকার করেনি সংশ্লিষ্ট দপ্তর। দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগ প্রাপ্ত আব্দুল মমিন অষ্টম থেকে এসএসসি পাশের বৈধ সনদ রয়েছে।
সোহেল রানা ব্যক্তিগত বিরোধের জের ধরে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেন বলে স্কুল সুত্রে জানা যায়। এ বিষয়ে যে সকল শিক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করেন ওই সকল দপ্তর তদন্ত করে অভিযোগের কোন সত্যতা না থাকায় আ.মমিনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।