কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর হাতে পি,টি,এ সভাপতি লাঞ্ছিত

মোঃ লাতিফুল আজম,নীলফামারী প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল ডাঙ্গারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা কাম নৈশ প্রহরী জোনাব আলী টিটোর হাতে ওই বিদ্যালয়ের পি, টি, এ 'র সভাপতি মাজেদুল ইসলাম কে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা গেছে, বিদ্যালয়টির নিরাপত্তা কাম নৈশ প্রহরী জোনাব আলী টিটো সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে তার মনগড়া মত বিদ্যালয় আসা-যাওয়া করেন। বিগত দিনের ন্যায় সোমবার দুপুর ২টার দিকে জোনাব আলী টিটো বিদ্যালয়ের  কর্তব্য কাজে যোগ দেন। ইতিমধ্য দূর থেকে আসা কোমলমতি শিশুরা ঘন্টার পর ঘন্টা বইয়ের জন্য অপেক্ষা করেন।এময় প্রধান শিক্ষক  গোলাম মাওলা দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, আমি চাকরি করব না আপনারাই চাকরি করেন। প্রতিমুহূর্তে পি, টি,এ 'র সভাপতি মাজেদুল ইসলাম বলেন, আমিও আমার মেয়েকে ভর্তি করার জন্য আপনার জন্য অপেক্ষায় আছি। এ কথা বলার সাথে সাথে জোনাব আলী টিটো তার ওপর ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি শুরু করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার আত্মচিৎকারে  স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এ ব্যাপারে নিরাপত্তা কাম নৈশ্য প্রহরী জোনাব আলী টিটোর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
 প্রধান শিক্ষক গোলাম মাওলা বলেন, তার আচরনে আমি একেবারে ক্ষুব্ধ। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে  অবহিত করেছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ