সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ছাত্রদলের উদ্যাগে বর্ণাঢ্য র্যালি পটিয়ার চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা পটিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী তারেক রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা মান্না দেব,ফোরকান, আমজাদ হোসেন তালুকদার, ফয়সাল উদ্দিন,হাবিবুর রহমান,আবদুল লতিফ,ইমতিয়াজ আহমেদ,কাইছার উদ্দিন,শফি আলম,রিয়াদ,রাসেল,সাকের,ফরহাদ,মোকাদ্দেস,রিমন,সাজ্জাদ,গিয়াস,রাকিব,নাঈম,সামি,আরাফাত,তারেক,এনাম,ইমন,সুমন,জাহেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। দেশের যে কোন সংকটে জাতীয়তাবাদী ছাত্রদলের রয়েছে বলিষ্ঠ ভূমিকা। আজকে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গিকারবদ্ধ হতে হবে জনগণের ভোটাধিকার ফিরে আনার আন্দোলন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন কে বেগবান করতে হবে।