৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আনন্দ মিছিল নিয়ে ছাত্র সমাবেশে নোবিপ্রবি ছাত্রলীগ

নোবিপ্রবি প্রতিনিধিঃ বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে কেক কাটা র‌্যালী, পায়রা ও বেলুন উড়ানো এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক করার লক্ষ্যে আজ সোমবার (৪ জানুয়ারি) সকালে নোয়াখালী জেলা ছাত্রলীগ আয়োজিত বিশাল ছাত্র সমাবেশে আনন্দ মিছিল নিয়ে যোগ দেয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।  আনন্দ মিছিলে নেতৃত্বে ছিলেন শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপ্লব, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোহাইমেনুল ইসলাম নুহাশ এবং জাহিদুর রহমান নাঈম । মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নেতাকর্মীদের 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শিক্ষা শান্তি প্রগতি,  ছাত্রলীগের মূলনীতি', 'প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক' এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নোয়াখালীর প্রধান সড়ক।

জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, আতাহার ইশরাক সাবাব চৌধুরী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী এমপি বলেন, 'নোয়াখালীতে ছাত্রলীগ এখন অতীতের যে কোন সময়ের চাইতে শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ