পটিয়া স্বপ্নসিঁড়িকোচিং সেন্টাররের বর্ষপূর্তিতে ও শীত বস্ত্র বিতরণ

সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পটিয়ায় স্বপ্নসিঁড়ি কোচিং সেন্টারের ৫ ম বর্ষপূতিতে আলোচনা সভা শীত বস্ত্র বিতরন কর্মচূসী গত শনিবার স্বপ্ন সিঁড়ির পরিচালক হাসান মানিক এর সভাপতিত্বে শাহ আমির উচ্চ বিদ্যালয় প্রাংঙ্গনে অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি ছিলেনশেখ সাইফুল ইসলাম,কাউন্সিলর, পটিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড।উদ্বোধক ছিলেন বাবু পুলক চৌধুরী, কার্যনির্বাহী সদস্য, পটিয়া উপজেলা ক্রিড়া সংস্হা।বিশেষ অতিথি ছিলেন 
কামাল উদ্দিন, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শাহ্ আমির উচ্চ বিদ্যালয়।আবদুর রহিম,সিনিয়র শিক্ষক, শাহ্ আমির উচ্চ বিদ্যালয়।
কাজি সোহেল,ব্যবস্হাপনা পরিচালক,কনফিডেন্স কোচিং, পটিয়া শাখা।
তৌহিদুল আলম, প্রভাষক (আইসিটি বিভাগ) খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ।
কাজি মোহাম্মদ ফছিউল আলম,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ।শাহরিয়ার শাহজান, প্রতিষ্ঠাতা,বন্ধন সমাজ ও মানবিক সংগঠন।পরিচালক,কনফিডেন্স কোচিং।
জহির তালুকদার,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ।আবছার উদ্দিন সোহেল,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ।
খাইরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ।অনুষ্ঠান সঞ্চালনায়ছিলেন ফারুক আহমেদ রাজু,বক্তব্য রাখেন পরিচালক মোঃওসমান, হাসান মানিক,উপস্থিত ছিলেন অত্র কোচিং এর শিক্ষক পার্থ দাস,হাসান মুন্না,হাসান মানিক, ওসমান,সাবেক শিক্ষার্থী তামিম আবদুল্লাহ, নাছরিন আক্তার হীরা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ