সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ জরুরী যৌথ সভা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য হাজী শরীফ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্বা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দূর্জয়।
বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মেজবাহ উদ্দিন শফি,বাবু,হাজী খাজা হোসেন,জাহাঙ্গীর হোসন খান,যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, খোকন বেপারী,নুর হোসেন, টগর,শাহীনসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন বাবু। সভায় জানুয়ারি মাসে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন আয়োজনে ব্যাপক সিদ্ধান্ত নিব করা হয়।