আমরা তো ভাই ভাই
নিজেদের মধ্যে ধন্দ নাই.
এঁকে ওপরকে ভালোবাসি
সবি তো আমাদেরি মাঝে।
দল মত একি বেদ
হিংসা বিদ্বেষ সবি শেষ.
জিতে যাবো আমরা
হেরে যাবে হিংসা।
এসো আমরা সবে হাতে হাত মিলাই
নিজেদের মধ্যে ভালোবাসা বাড়াই.
একে অন্যের পাশে যাই
নিজেদের মধ্যে ঐক্য চাই।