কুড়িগ্রামে চার দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কেন্দ্রিয় কর্মসুচির ধারাবাহিকতায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আজ বুধবার সকাল ১১ টায়  চার দফা দাবিতে যৌথ মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলার কারিগরি শিক্ষার্থীরা
নিজেদের স্বার্থসংশ্লিষ্ট চার দফা দাবিতে মানববন্ধন করে। দেশের কারিগরি শিক্ষার্থীদের একটি অংশ। দাবি পূরণ না হলে তাঁরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
মানববন্ধন বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী কিশোর রয়,ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তরা দ্রুত অষ্টম পর্বের মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ ও চলমান সব নিয়োগে কারিগরিদের আবেদনের সুযোগ; স্থগিত দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের তাত্ত্বিক অংশগুলোয় উত্তীর্ণ দেখিয়ে ব্যবহারিক অংশগুলোকে পরবর্তী পর্বের সঙ্গে যুক্ত করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের সিলেবাস কমিয়ে অনলাইনে ক্লাস নিয়ে দ্রুত পরীক্ষা নেওয়া এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ