সাতক্ষীরা জেলা যাত্রা ফেডারেশনের অভিষেক সভা অনুষ্ঠিত

 
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা যাত্রা ফেডারেশনের অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার সকালে শহরের মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে সাতক্ষীরা জেলা যাত্রা ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ আব্দুল খালেকের সভাপতিত্বে যাত্রা ফেডারেশনের অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের জেলা শাখার সভাপতি সাইফুল করিম সাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা যাত্রা ফেডারেশনের সহ-সভাপতি অসীম কুমার চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম,
জেলা যাত্রা ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, সহ-সভাপতি খন্দকার আবু বকর সিদ্দিক, হামিদ, বিশ্বজিৎ,  ফারুক হোসেন, নারায়ণ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বাবু দুলাল চন্দ্র দেবনাথ, রবীন কুমার দাস, কামনাশীষ মন্ডল, দীনেশ চন্দ্র মন্ডল, এমএ সালাম, গৌতম কুমার রায়, অরুন কুমার মন্ডল, মজিদ সানা, আনারুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, ঝর্না, রুপালী, কবিতাসহ জেলা ও উপজেলার যাত্রা ফেডারেশনের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ