কয়রায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারি বিকাল ৩ টায় উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে বাগালী ইউনিয়নের ৪নং ওয়াড়ে তথ্য আপা ইসকিতা আফরিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ ও বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার পাড়। অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী তাদেরকে সামজ উন্নয়নে কাজ করতে হবে। বাল্য বিবাহ,নারী নির্যাতন,নারীর ক্ষমতায়ন,অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীল করতে পরিবার থেকে মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে এলাকার বিপুল পরিমান নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ