কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ লাতিফুল আজম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জে বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা মর্ডান মার্কেটের আ'লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়,  দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগ সভাপতি  জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, ছাত্রলীগের সভাপতি মাইনুল আরফিন সপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি,ছাএলীগের সাবেক সহ: সভাপতি সহিদুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, সহ সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সহ সভাপতি আসাদুজ্জামান চিলু,আ'লীগ নেতা আহসানুল হক চন্দন ও সফি কামাল রিয়াদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ