মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই'র উদ্যোগে কান টুপি বিতরণ

এস.এম অলিউল্লাহ স্টাফ রিপোর্টারঃমানুষ মানুষের জন্য " এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে আজ ২৮ শে জানুয়ারি বৃহস্পতিবার বিকালে মাদক বিরুধী  সামাজিক সংগঠন"
 মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই'র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি ও পৌর মুক্ত মঞ্চের সামনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অটোবাইক চালক পথচারী ও রিস্কাচালকদের মাঝে ২৫০ পিছ কান টুপি  বিতরণ করেন সংগঠনের সদস্যরা ।  

উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও  সভাপতি -মোঃ মাহফুজুর রহমান পুষ্পের নেতৃত্বে সংগঠনের সদস্যরা এই মানবিক কার্যক্রমে অংশ নেয়।  এই সময় উপস্থিত ছিলেন এডভোকেট রানা, সংগঠনের সহ সভাপতি মাওঃ মোঃ ফরহাদ হোসাইন,  সাধারণ সম্পাদক - মোঃ শাহ আলম, সহ সাধারণ সম্পাদক আশরাফুল হাসান তপু, দপ্তর সম্পাদক- মোঃ রফিকুল ইসলাম, কোষাদক্ষ জুনাঈদ মুহাম্মদ, ক্রীড়া সম্পাদক- এইচ এ এরশাদ, সদস্য - জান্নাতুল ফেরদৌস জুথি, নিয়ামত রহমান, মাসউদ রহমান, প্রমুখ।

এ সময় সংগঠনের সভাপতি  -মোঃ মাহফুজুর রহমান পুষ্প  বলেন  মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই সংগঠন মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি স্থানীয় ও জাতীয় যে কোন দূর্যোগ মোকাবিলায় দেশ ও মানুষের পাশে সব সময় ছিল আগামীতে ও থাকবে।
যেখানই দুর্যোগ-দুর্ভোগ আসবে, মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই'র সদস্যরা সেখানেই মানুষের পাশে থাকবে। এ সময় সমাজের বিভিন্ন স্থরের মানুষের সাথে  মাদকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন ।  
এবং মাদক থেকে দূরে থাকার আহবান জানান 
 পরে ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত যতীন্দ্র সূত্রধর এর শারীরিক খোজ খবর নিতে সংগঠনের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যান, এবং তার ছেলে রাজীব সূত্রধর এর কথা বলে চিকিৎসা জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ